মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
অমানবিক শত্রুতা করে অর্ধশতাধিক গাছ রাতের আধাঁরে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। জড়িতেদের গ্রেফতারের দাবা জানিয়েছেন এলাকাবাসি।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাঁচ নং বানাইল ইউনিয়নের শৈলজানা গ্রামে এ অমানবিক এই ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বাড়ির মালিক মো. জাকির হোসেন বাদী হয়ে আজ শনিবার মির্জাপুর তানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাড়ির মালিক মো. জাকির হোসেন অভিযোগ করেন, তার নিজ পৈতিৃক জমিতে মাটি ভরাট করে বানান তৈরি করে উন্নত প্রজাতির (হাইব্রিড জাতের) আম্রপালি, দেশীয় আম গাছ, পেঁপেঁ, কলা গাছ, উন্নত জাতের কাঠ গাছসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বৃক্ষ রোপন করেছেন। ফলজ চারা বড় হয়ে পল ধরেছে। গতকাল শুক্রবার রাতের আধাঁরে দুর্বৃত্তরা হানা দিয়ে ২০ টি উন্নত জাতের আম্রপালি আম গাছ, ৩০ টি কাঠ গাছ ও ০৫ টি কলাগাছসহ বিপুল সংখ্যক গাছ কেটে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে। এতে তার বাগানের প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগ করেন পুর্ব শত্রুতার জের ধরে এলাকার একটি চক্র গাছের সঙ্গে এমন অমানবিক আচরন করেছে। তিনি তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হরে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার কিছু দুর্বৃত্ত চক্র পারিবারিক শত্রুতার জেরে শৈলজানা গ্রামরে জাকির হোসেন নামে এক ব্যক্তির বাগানে হানা দিয়ে গাছের সঙ্গে এমন অমানবিক আচরন করে কেটে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে। তিনি তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক মাস্তির দাবি জানান।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post