Print Date & Time : 27 August 2025 Wednesday 1:47 am

মির্জাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করেন এবং মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উপস্থাপন করেন। আলোচনায় মাদক, বাল্যবিয়ে, আত্মহত্যা, মহাসড়কে মিনি বাসে লাইসেন্সবিহীন চালক, সরকারি হাসপাতালে দালাল চক্রের হয়রানি বন্ধ, চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধসহ আরও নানা সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
মাদককে অসামাজিক কর্মকা-ের কারণ হিসেবে উল্লেখ করে সভায় সর্বস্তরের জনগণের সচেতনতা ও প্রতিরোধমূলক ভূমিকা গ্রহণের আহ্বান জানান ওসি। পাশাপাশি মাদকসেবীদের প্রতিহত করার এবং স্থানীয় জনগণকে সহায়তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সকল তথ্য সরবরাহে সহযোগিতা করার অনুরোধ করা হয়।