মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ এবং আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব আলম মল্লিক হুরমহল ও জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন প্রমুখ।
উপজেলা পরিষদ এবং আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পৌরসভার কর্মকর্তা, বিভিন্ন সরকারী অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//