মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্রশাসক) শেখ নুরুল আলমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় এসিল্যান্ড ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র (প্রশাসক মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাদিক, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. সালাউদ্দি মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুর ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, ডি এ মতিন, মাসুদুর রহমান মাসুদ, হেলাল দেওয়ান, আবু সাইদ মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম ও গণমাধ্যমকর্মী হারুন অর রশিদ প্রমুখ।