Print Date & Time : 23 August 2025 Saturday 4:38 pm

মির্জাপুরে আইসিটি এবং জীবন ও জীবিকা বিষয়ক কর্মশালা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

স্মাট ও ডিজিটালসহ দক্ষ শিক্ষক গড়ে তুলতে টাঙ্গাইলের মির্জাপুরে আইসিটি এবং জীবন ও জীবিকার উপর পাঁচ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

আজ সোমবার (১০ জুন) উপজেলা সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং মাধ্যমিক শিক্ষা অফিসের বঙ্গবন্ধু ডিজিটাল অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মি. প্রবীর কুমার চৌধুরী জানান, পাঁচ দিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কলেজের ২৪০ জন শিক্ষক অংশ গ্রহণ করছেন। এদের মধ্যে জীবন ও জীবিকার উপর ১৬০ জন শিক্ষক এবং আইসিটির উপর ৭৯ জন শিক্ষক।

দৈনিক দেশতথ্য//এইচ//