মীর আনোয়ার হোসনে টুটুল ॥
টাঙ্গাইলের মির্জাপুরে আগামীকাল শনিবার করোনা ভাইরাসের প্রতিরোধ ফাইজারের টিকা (ভ্যাকসিন) পাচ্ছে উচ্চ মাধ্যমিকের তিন হাজার এইচএসসি পরীক্ষার্থী। আগামীকাল শনিবার (২৭ নভেম্বর) সকাল নয়টা থেকে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে টিকাদান কেন্দ্রে এইএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী জানান, চলতি বছর মির্জাপুর উপজেলার বিভিন্ন কলেজ থেকে তিন হাজার ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছে। এদের মধ্যে সাধারন শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখায় দুই হাজার ৭১৩ এবং বিজনেজ ম্যানেজমেন্ট শাখায় ২৯৫ জন। আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সরকারী নির্দেশনায় এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পুর্বেই প্রতিটি শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে করোনার ভাইরাসের প্রতিরোধক টিকা (ভ্যাকসিন) বাধ্যতা মুলক করা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয় ও সরকারী নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের মাধ্যমে পরীক্ষার্থীদের তালিকা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কলেজ পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজসহ বেশ কয়েকটি কলেজ প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম, টাঙ্গাইলের ইপি আই সুপারিটেনডেন্ট মো. সুলআমিান, এমটি, ইপি আই ইজাজুল হক ও আমির হোসেনসহ স্বাস্থ্য পরিদর্শকগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় উপজেলা পরিষদ মিলনায়তনে টিকাদান কেন্দ্র চালু করার জন্য সিদ্ধান্ত হয়। আগামীকাল শনিবার থেকে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান শুরু হবে।
মির্জাপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারজানা রহমান এবং রাজাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুর রহমান স্বপন বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভ্যাকসিন প্রদান শিক্ষা মন্ত্রনালয় এবং সরকারের একটি মহতী উদ্যেগ। আমরা সরকারের এই সিন্ধান্তকে সাধুবাদ জানাই।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, সারা দেশের মধ্যে জেলা পর্যায়ে মির্জাপুর ্উপজেলায় প্রথম এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান (ভ্যাকসিন) দেওয়া শুরু হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর সার্বিক সহযোগিতায় টিকাদন কেন্দ্রে ভ্যাকসিন প্রদান সম্ভব হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Discussion about this post