নিজস্ব প্রতিবেদক
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোনসুর রহমান নামে এক মেম্বার প্রার্থীর ছেলে মাদক ব্যবসায়ী মো. ইয়াকুব রহমান (২৬) ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার ভোটারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আজ সোমবার (১৩ জুন) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ২৩ পিচ ইয়বাসহ মাদক ব্যবসায়ী ইয়াকুবকে গ্রেফতার করে। এ ব্যাপারে রাতেই মাদক আইনে মির্জাপুর থানায় মামলা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত হয়েছে
আজাগানা এলাকার একাধিক ব্যক্তি ও মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, ইয়াকুবের পিতা নাম মো. মোনসুর রহমান। মোনসুর রহমান একজন বিএনপি নেতা। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১১ নং আজাগানা ইউনিয়নের আজগানা গ্রামে। মোনসুর রহমান আগামী ১৫ জুন ইউপি নির্বাচনে মির্জাপুর উপজেলার ১১ নং আজগানা ইউনিয়নের আট নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী। এলাকাবাসির অভিযোগ, গত শনিবার এলাকায় নির্বাচনী গনসংযোগের সময় এক পথসভায় ভোটারদের মন জয় করতে ও নিজেকে বিজয়ী হওয়ার জন্য এলাকাকে মাদক মুক্ত ঘোষনা করেন। একজন জনপ্রতিনিধি প্রার্থী হয়ে এলাকাকে মাদকমুক্ত ঘোষনা করার তিন দিনের মাথায় নিজের ছেলে ইয়াকুব রহমান ২৩ পিচ ইয়াবাসবহ পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার ভোটারগন দুঃখ করে বলছেন, সরিষার মধ্যেই যেন ভূত।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. একরামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদ পেয়ে রাতে আজাগানা এলাকার বড়চালা নাম স্থানে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী ইয়াকুব রহমানকে ২৩ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে তিনি বাদী হয়ে মির্জাপুর থানায় রাতেই মামলা দায়ের করেছেন। রিমান্ডের আবেদন করে ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হবে।

Discussion about this post