Print Date & Time : 22 August 2025 Friday 11:47 pm

মির্জাপুরে ইউপি সদস্য আব্দুস সামাদের মৃত্যু

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
টাঙ্গাইলের মির্জাপুরে ৯ নং বহুরিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ড মেম্বার মো. আব্দুস সামাদ (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুম আব্দুস সামাদ আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. সানোয়ার হোসেন সাইদীর পিতা। তার গ্রামের বাড়ি বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া বড়বাড়ি গ্রামে।

তার পারিবারিক সুত্র জানিয়েছেন, মরহুম আব্দুস সামাদ ৯ নং বহুরিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের পর পর দুই বারের ইউপি সদস্য। গতকাল শনিবার তিনি বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পরলে মির্জাপুর কুমদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হৃদরোগ ইন্সটিটিউটে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

আজ রবিবার (১৪ জুলাই) সকাল দশটায় বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

এদিকে সাংবাদিকের পিতা আব্দুস সামাদের মৃত্যুতে পাট ও মন্ত্রমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া ছাদু এবং স্থানীয় সাংবাদিকগন তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//