মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ ও মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার (৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. ফরিদুল ইসলাম প্রমুখ। দুটি সভায় এলাকায় আইন-শৃঙ্খলার উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত হয়েছে।

Print Date & Time : 13 September 2025 Saturday 11:21 pm