নিজস্ব প্রতিবেদক ঃ-
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের তিন কর্মকর্তাকে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার মির্জাপুর উপজেলা অফিসার্স ক্লাব এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। বদলি জনিত বিদায়ী কর্মকর্তাগন হলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাব্বির আহজমেদ মুরাদ।
বিদায়ী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মশিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, সমবায় অফিসার আমিনা পারভীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Print Date & Time : 20 July 2025 Sunday 10:03 am