মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ গোল্ডেন-৫ পেয়ে চমক দেখিয়েছে যমজ দুই বোন রুবাবা জামান কথা এবং রুবাইয়া জামান মিথি। যমজ দুই বোন ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ জনগনের সেবা করার প্রত্যয়ের কথা জানিয়েছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামে তাদের বাড়ি। কথা ও মিথির বাবা মো. কামরুজ্জামান খোকন একজন ব্যবসায়ী এবং মাতা মাহমুদা জামান গৃহিনী।
আজ শুক্রবার (২৮ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায়, যমজ দুই বোন রুবাবা জামান কথা এবং রুবাইয়া জামান মিথি উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল। প্রাথমিক সমাপনী পরীক্ষায় তারা গোল্ডেন প্লাস পেয়ে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করে।
এ ব্যাপারে প্রধান মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রফিকুল ইসলাম খান জানান, কথা ও মিথি যমজ দুই বোন খুবই মেধাবী ছাত্র। তারা নিয়মিত ক্লাস, খেলাধুলা এবং সাংস্কৃতিক অংগনেও মেধার স্বাক্ষর রেখে চলেছে। কঠোর অধ্যবসায় করলে ভাল ফলাফল অর্জন করা যায় মিথি ও কথা তার উজ্জল দৃষ্টান্ত। তাদের এই ফলাফলে বিদ্যালয় কতৃপক্ষ আনন্দিত।
এ ব্যাপারে মেধাবী যমজ দুই বোন কথা ও মিথি জানায়, তাদের এই সাফল্য ও ফলাফলের পিছনে নানা-নানী, বাবা-মা এবং শিক্ষকদের অবদান সবচেয়ে চেয়ে বেশী। সকলের দোয়া ও ভালবাসায় ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ জনগনের সেবা করতে চাই।
দৈনিক দেশতথ্য//এস//

Discussion about this post