মোহাম্মদ সোহেল(টাঙ্গাইল) প্রতিনিধি:
এসএসসি ও এইচ এসসি-৯৫ ব্যাচের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১ মার্চ) সকাল থেকে টাঙ্গাইল মির্জাপুরে স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন মহেরার জমিদার বাড়ীতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন যোগাযোগ না থাকা বন্ধুরা একে অপরকে পেয়ে সিক্ত ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন। শুরু হয় বিভিন্ন কায়দায় সেলফি তোলা।
এসএসসি-৯৫ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু বন্ধুত্বের বন্ধনে একসঙ্গে রব চিরজীবনে এ শ্লোগানে সবাই যেন এদিন একাকার হয়ে যান। পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু।
সকাল নয়টায় সেখানে উপস্থিত হয়ে সবাই আগের স্কুল জীবনের স্মতিকাতর হয়ে ওঠেন। বন্ধুদের মিলনমেলা সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি চলে অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, পাশাপাশি গান, নাচ, আবৃত্তি ও ব্যান্ড শো’র সমন্বয়ে এক ব্যতিক্রমী আলোড়নের সৃষ্টি করে।
দৈনিক দেশতথ্য//এইচ//