টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আজ রবিবার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছিল। চলেছে বিকেল চারটা পর্যন্ত।
এর আগে উপজেলা পরিষদের মিলনায়তন থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সমন্ময়ে কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ছয়টার মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়।
সকাল নয়টার দিকে উপজেলা সদরের মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, পুষ্টকামুরী আলহাজ¦ শফিউদ্দি মিঞা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগধল্যা সরকারি প্রাথমিকি বদ্যালয় ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারগর লাইনে দাড়িয়ে সু-ঙ্খল পরিবেশে ভোট দিচ্ছেন। এ সময় পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশী দেখা গেছে।
নতুন ভোটার সিয়াম, মাজিদুর রহমান ও লিপি বলেন, এ বছর আমরা প্রথম ভোট দিচ্ছি। নির্বাচনের পরিবেশ দেখে আমরা খুবই খুঁশি। ভাল ভাবে ভোট দিতে পেরেছি। আইন-শৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কাজে কর্মকর্তাগন আন্তরিকতার সাতে তাদের সার্বিক সহযোগিতা করছেন বরেও তারা জানিয়েছেন।
মির্জাপুর এস কে পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রিজাডিং অপিসার মো. নুরুল ইসলাম বলেন, প্রশাসনের কঠোর নজরদারীর কারনে খুবই সুস্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন অনুস্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৪৩২ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৮৩ হাজার ২০৯ এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ২২৩ জন। মোট কেন্দ্র ১২৭ এবং কক্ষের সংখ্যা ৭১৮। উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু স্বতন্ত্র (ট্রাক), খান আহমেদ শুভ (নৗকা), আরমান হোসেন তালুকদার (গামছা), রুপা রায় চৌধুরী (ডাব), গোলাম নওজব পাওয়ার চৌধুরী (হাতুরী) সহ আটজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে ভোট কেন্দ্রের আশপাশে স্টাইকিং ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিয়মিত কাজ করছেন বলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post