মীর আনোয়ার হোসেন টুটুল:
মির্জাপুরে পোশাক কারখানা কমফিট কম্পোজিট নীট লি. এ উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপুর্ন ভাবে অংশগ্রহনকারী মুলক (পিসি নির্বাচন) অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কমফিট কম্পোজিট নীট লি. এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সকালে বিভিন্ন ইউনিটে ভোট গ্রহন অনুষ্ঠানের উদ্ধোধন করে, ইউনিট হেড লতিফা রহমান এবং মহাব্যবস্থাপক ( জিএম) মোহাম্মদ ফারুক হোসেন।
এ সময় কলকারখানা অধিদপ্তরের ডিআইজি মহর আলী মোল্লা, মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন এবং কমফিট কম্পোজিট নীট লি. এর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত কমফিট কম্পোজিট নীট লি. এর মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ১৫ জন প্রতিনিধির পদের বিপরীতে ৬২জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। ৯ হাজার ৪৪৬ জন শ্রমিক (ভোটার) ভোট দিয়ে তাদের পছন্দের ১৫ জন প্রতিনিধি নির্বাচিত করেছেন। মির্জাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ছাড়াও, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর, বিভাগীয় শ্রম অধিদপ্তর, স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীগন নির্বাচন পরিদর্শনে এসে ভোট গ্রহনের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

Discussion about this post