নিজস্ব প্রতিবেদক
কমিউনিষ্ট পার্টির প্রবীণ নেতা ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু অতুল পোদ্দার (৮৫) পরলোকগমন করেছেন। গতকাল শুক্রবার সন্ধায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পিতার নাম মনমত পোদ্দার। গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর বাবু বাজার সাহাপাড়া গ্রামে।
আজ শুক্রবার মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক ও সাংবাদিক বাবু দুর্লভ চন্দ্র বিশ^াস জানান, অতুল পোদ্দার ছিলেন একজন শিক্ষানুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক ও জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। আমৃত্যু তিনি জনগনের সেবায় কাজ করে গেছেন। মুক্তি যুদ্ধকালিন সময় সক্রীয় ভাবে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেছেন। তিনি জেল জুলুম খেটেছেন। আতœরক্ষার জন্য ভারতেও পালিয়ে ছিলেন। তিনি কমিউনিষ্ট পার্টির একজন দক্ষ নেতা ছিলেন। এছাড়া মির্জাপুর উপজেলা পূঁজা উদযাপন পরিষদের দীর্ঘ দিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সকলের কাছে আস্থাভাজন ব্যক্তি। তিনি চলে যাওয়ায় মির্জাপুর বাসির জন্য অপুরনীয় ক্ষতি হলো। মির্জাপুর গ্রামের পৌর শ্মশান ঘাটে তাকে সমাহিত করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।
এদিকে প্রবীন ব্যক্তি অতুল পোদ্ধারের মৃত্যুতে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচারক রাজিব প্রসাদ সাহা, শিক্ষা পরিচালক ও একুশে পদক প্রাপ্ত প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রী মতি সাহা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পকির্তত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা দুর্লভ চন্দ্র বিশ^াস, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক শামীম আল মামুন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার সেন লালু, সাধারণ সম্পাদক বাবু নিরঞ্জন পাল, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রমথেস গোষ¦ামী সংকর তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
Discussion about this post