মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে শীত নিবারণের জন্য রাতের বেলায় বিভিন্ন রাস্তায় শুয়ে থাকা দিনমজুরদের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও এবং এসিল্যান্ড।
গতকাল বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নিয়ে উপজেলা পরিষদের কৃষি অফিসের বারান্দা এবং বাইপাস বাসস্ট্যান্ডে তারা এই কম্বল বিতরণ করেন।
জানা গেছে, চলতি রবি ও বোরো মৌসুমে দেশের উত্তরাঞ্চল থেকে শতশত দিনমজুর কাজের উদ্দেশ্যে উপজেলার বিভিন্ন স্থানে এসেছে। সারাদিন কাজ শেষে তারা বিভিন্ন রাস্তা, অফিস ও মার্কেটের বারান্দায় উন্মুক্ত স্থানে ঘুমায়। শীতের রাতে তাদের কষ্টের কথা ভেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বুধবার রাতে কম্বল নিয়ে হাজির হন তাদের কাছে। তারা উপজেলা কৃষি অফিসের বারান্দা এবং বাইপাস বাসস্ট্যান্ডে উন্মুক্ত স্থানে শুয়ে থাকা প্রায় দুইশত দিনমজুরের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় পৌরসভার হিসাবরক্ষন কর্মকর্তা আবুল হাসনাত, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী, শামান আহমেদ এবং জিহাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম বলেন, দিনমজুরদের কম্বল দিতে পেরে মনে অনেক স্বস্তি পেয়েছি। এই মানবিক কাজ অব্যাহত রাখার চেষ্টা করা হবে বলে তিনি জানান।

Discussion about this post