মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের দ্ধাদশ শ্রেণীর ছাত্রী সানজিদা ইসলামের দুটি চোখ অন্ধ হতে চলেছে।
অর্থের অভাবে কন্যার চোখের চিকিৎসা করাতে না পেরে সানজিদার অসহায় দরিদ্র পিতা সাইফুল ইসলাম দ্বারে দ্বারে ঘুরছেন।
মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার পুষ্টকামুরী সওদাগরপাড়া গ্রামে সানজিদা ইসলামের বাড়ি।
জানা গেছে, কলেজ ছাত্রী সানজিদা ইসলামের পিতা সাইফুল ইসলাম পেশায় দিনমজুর। মাতা মদিনা বেগম বাড়ি বাড়ি ঝি এর কাজ করেন। সাইফুল ইসলাম পরিবারের অন্য যোগাতে ও মেয়ের লেখাপড়ার খরচ যোগাতে কখনো দিনমজুরী, কখনো ফুটপাতে অন্যের দোকানে কাজ করেন। এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক সাইফুল ইসলাম জানান, অনেক কষ্ট করে মেয়েকে মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজে ভর্তি করিয়েছেন। চলতি বছর এই কলেজের মানবিক শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে সানজিদা। দীর্ঘ দিন ধরে সানজিদার দুটি চোখের লেন্সের সমস্যা। এই সমস্যার মধ্যেও সানজিদা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। অর্থের অভাবে তার চোখের চিকিৎসা করাতে পারছেন না। চিকিৎসার অভাবে দুটি চোখই এখন অন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ধার দেনা করে ডাক্তার দেখিয়েছেন। চিকিৎসকগন জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে সানজিদার দুটি চোখের লেজারভিশন প্রতিস্থাপন করতে হবে। এতে প্রায় ১০-১২ লাখ টাকার প্রয়োজন। অসহায় ও দরিদ্র পিতার পক্ষে এই অর্থ যোগান দেওয়া কোন অবস্থায় সম্ভব হচ্ছে না বিধায় সানজিদার দুটি চোখই এখন অন্ধ হয়ে যাচ্ছে। কন্যার দুটি চোখের চিকিৎসার জন্য সাইফুল ইসলাম প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ দেশ ও বিদেশের বিত্তমানদের কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন।
কলেজ ছাত্রী সানজিদাকে সাহায্য পাঠানোর ঠিকানা, মো. সাইফুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ১৪৪১৫৮০০৩৮৯৭৪, ডাচ বাংলা ব্যাংক লি. মির্জাপুর শাখা, টাঙ্গাইল। অথবা বিকাশ (পারসোনাল) নম্বর ০১৮১৩-০২১৩০৭ ।