মীর আনোয়ার হোসেন টুটুল
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই এই প্রতিপাদ্য নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) টাঙ্গাইলেল মির্জাপুরে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন উপজেলা পরিষদ চত্তরের কৃষি অফিসের সামনে এ মানবন্ধনবন্ধন ও প্রতিবাদ সমাবেমের আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মির্জাপুর উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৫০০শ শিক্ষক-কর্মচারী অংশ নেয়। মানবন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম সিকদার, সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যাপক শিবপদ ঘোষ ও মো. সুলাইমান হোসেন প্রমুখ।
মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম সিকদার বলেন, মির্জাপুর উপজেলায় ১৪৩ টি কিন্ডারগার্টেন রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে প্রায় ২৫ হাজার এবং শিক্ষক-কর্মচারী রয়েছেন প্রায় ১৫০০শ।
শিশুদের প্রাথমিক শিক্ষার মানউন্নয়নসহ গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে যাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী। সরকার বৈষম্যহীন ভাবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী শিশু শিক্ষার্থীদের বাদ দিয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার ব্যবস্থাসহ রুটিন দিয়েছেন। শিক্ষা নিয়ে এক দেশে কখানো দুই নীতি হতে পারে না। আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশের কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার জন্য জোর দাবী জানাচ্ছি। অন্তর্ভুক্ত করা না হলে সারা দেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Discussion about this post