মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ও দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে এমবিবিএস ২৩ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার (২৪ জুলাই) কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের বিপি পতি মিলনায়তনে ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার টাস্ট্র অব বেঙ্গল বিডি লি. এর পরিচালক শ্রীমতি সাহা। কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এম এ হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. নিরঞ্জন চন্দ্র বসাক, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবীর ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রফেসর ডা. রঞ্জন কুমার নাগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকগন।
এ ব্যাপারে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের কর্মকর্তা মি. রতন কুমার সরকার বলেন, এমবিবিএস চলতি শিক্ষাবর্ষে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজে ১২০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে আজ সোমবার ওরিয়েন্টশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post