আজ বুধবার (২ জুন) টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে অক্সিজেন সরবরাহ প্লান্টের উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জার্মান দুতাবাসের সেকেন্ড সেক্রেটোরী মি. ডায়াচি লাওয়াসাকি। এ সময় জামানি দুতাবাসের কনসুল্যান্ট মিসেস এমাইকা প্রোডহান, কুমুদিনী কুমুদিনী ওয়েল য়োর ট্রাস্ট অব ঙ্গেল বিডি লি. এর ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেন্ট্রন সিস্টার দিপালী পেরেরা প্রমুখ।
এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানান, জার্মান দুতাবাসের কর্মকর্তাগন সকালে কুমুদিনী কমপ্লেক্সে আসলে কুমুদিনী পরিবারের সদস্যগন তাদের ফুল দিয়ে বরণ করে নেন। হাসপাতালে অক্সিজেন সরবরাহ প্লান্টের উদ্বোধনের পর অতিতিবৃন্দ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন সেবা ধর্মী ইউনিট পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//

Discussion about this post