টাঙ্গাইলের মির্জাপুরে ২০২২-২০২৩ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার কর্মসুচীর আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৬শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে রাসয়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস আয়োজিত মঙ্গলবার (২৮ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান, উপজেরা কৃষি অফিসার মি. সঞ্জয় কুমার পাল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সিরাজ মিয়াসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার পার বলেন. মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ৫ জন করে কৃষক মিলে একটি করে দল গঠন করা হয়েছে। প্রত্যেক সদস্য এক বিঘা জরিম জন্য ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার পাচ্ছেন। কৃষির টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষে এবং শস্যের নিবিড়তা বৃদ্ধির জন্য কৃষি বান্ধব সরকার বছরের তিন মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ, আমন ও বোরো মৌসুমে এ প্রদোনা দিয়ে থাকে।
আর//দৈনিক দেশতথ্য//২৮ জুন-২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post