Print Date & Time : 25 August 2025 Monday 6:37 pm

মির্জাপুরে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে কঠোর নিরাপত্তার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদের মিলনায়তন থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের কাছে কঠোর নিরাপত্তার মধ্যে ভোটের এ সরঞ্জাম তুলে দেওয়া হয়।

এ সময় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, এসিল্যান্ড মাসুদুর রহমান ও নির্বাচন কর্মকর্তা শরীফা বেগম উপস্থিত ছিলেন।

আগামীকাল রবিবার ভোরে যাবে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার।

উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, আগামী কাল রবিবার ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৪৩২ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ৮৩ হাজার ২০৯ এবং নারী ভোটার এক লাখ ৭৮ হাজার ২২৩ জন। মোট কেন্দ্র ১২৭ এবং কক্ষের সংখ্যা ৭১৮। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্ন করতে প্রশাসন সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন। নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রের আশপাশে স্টাইকিং ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন নিয়মিত কাজ করবেন বলে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//