মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগতা উদযাপনের লক্ষে আজ সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. ফজলুল করিম প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন। উপজেলার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ মাঠ, বাঁশতৈল মো. মনশুর আলী উচ্চ বিদ্যালয় মাঠ, জনতা গল্লী উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৈশামুড়া বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয় মাঠ ভ্যেনুতে একযোগে খেলা অনুষ্ঠিত হবে।

Discussion about this post