নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে জনপ্রিয় ভান্ডারের মালিক ও চিত্রা সংবাদপত্র এজেন্সির প্রথম এজেন্সি চঞ্চল গোবিন্দ সাহা (৭০) পরলোক গমন করেছেন। আজ রবিবার (১৪ নভেম্বর) ভোর সারে পাঁচটার সময় সংবাদপত্রবাহী বাস থেকে পত্রিকা নামানোর পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মস্তিষ্কে রক্ত ক্ষরন হয়ে তিনি মৃত্যুর কুলে ঢলে পরেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, চঞ্চল গোবিন্দ সাহার পিতার নাম শিব গোবিন্দ সাহা। গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার বাবনা পাড়া গ্রামে। শৈশব থেকে তিনি মির্জাপুর সাহাপাড়া গ্রামের নানার বাড়িতে (জেঠার বাড়িতে) থাকতেন। তার জেঠা শ্রী সুদাম চন্দ্র সাহা ছিলেন পত্রিকার এজেন্সি। স্বাধীনতা যুদ্ধের সময় এ দেশীয় রাজাকার আলবদর এবং পাকহানাদার বাহিনী তাকে নির্মম ভাবে হত্যা করে। পাকাবাহিনী তার জেঠাকে হত্যার পর চঞ্চল গোবিন্দ সাহা পত্রিকার এজেন্সি ধরে রাখেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে পৌর শ^শ্মানে তাকে দাহ্য করা হয়েছে।
এদিকে চঞ্চল গোবিন্দ সাহার মৃত্যুতে সড়ক পরিবহনও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু আহমেদ, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post