মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে নামাজ থেকে বাসায় ফেরার পথে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (২০) কে এক দল সন্ত্রাসী কুপিয়ে হত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে চিকিৎকরা জানিয়েছেন।
আতিকুলকে হত্যা চেষ্টার ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে থমথমে অবস্থা ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আতিকুল ইসলামের পিতার নাম মো. নুরুল ইসলাম। বাড়ি মির্জাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাইমহাটি পালপাড়া। সে মির্জাপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) আতিকুলের বড় ভাই মোবারক হোসেন জানান। গতকাল বৃহস্পতিবার এশার নামাজ শেষে রাত আনুমানিক সোয়া আটটার দিকে বাইমহাটি এলাকায় বাসার দিকে আসলে গত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুর্ব শত্রুতার জের ধরে একই এলাকার নাহিদ, সিয়াম, শুভ মিয়া, সুজন, রাফি, সিদ্দিক ও শাওনসহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে এলাপাতারি কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয় লোকজন আতিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে জামুর্কি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থা খুবই শংকা জনক বলে চিকিৎসকগন জানিয়েছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন, হামলাকারী নাহিদ, সিয়াম, শুভ মিয়া, সুজন, রাফি, সিদ্দিক ও শাওনকে আসামী করে আতিকুল ইসলামের ভাই মোবারক হোসেন মির্জাপুর থানায় মামলা করেছেন।
মামলা করায় বাদী মোবারক হোসেনসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ০৯,২০২৪//
প্রিন্ট করুন
Discussion about this post