মীর আনোয়ার হোসেন টুটুল
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আরোচনা সভা, দোয়া মাহফিল ও কাঙ্গালীভোজসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে উপজেলা আয়োজিত মুক্তির মঞ্চ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্্েরর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধান অতিথি হিসেবে পুষ্পস্তবক অর্পন করেন খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, মেয়র সালমা আক্তার শিমুল ও এসিল্যান্ড সুচী রানী সাহা, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, জেলা আওয়ামীলীগের নেতা ড. মেজর (অব.) খন্দকার এ হাফিজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ বীল মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক ও সমামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বেলা এগারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post