মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আঞ্চলিক রোড জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের জন্য খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ। ঝুঁকিপূর্ণ বিজ্রের উপর শিক্ষার্থীসহ ২০-২৫ গ্রামের লোকজন যাতায়াত করছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসি।
আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক হোসেনসহ ৫ জন সহকারী শিক্ষক এবং ১০ জন শিক্ষার্থী অভিযোগ করেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আঞ্চলিক রোডের জামুর্কি খালের পুর্ব পাশে জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়টি এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষে ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয়। খালের উপর প্রায় দেড়শ মিটার একটি পাকা ব্রিজ নির্মান হয়েছিল ৮০ দশকে। মির্জাপুর উপজেলার জামুর্কি, মহেড়া ও ফতেপুর ইউনিয়ন এবং পাশ্বর্তী দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের অন্তত ২৫ টি গ্রামের লোকজন এবং বিদ্যালয়ের ৮০০ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে আসছে। দীর্ঘ দিন ব্রিজটির কোন সংস্কার না হওয়ায় এটি এখন মরণ ফাঁদে পরিনত হয়ে যে কোন সময় ভেঙ্গে পরে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
অপর দিকে জামুর্কি এলাকাবার বাসিন্দা ও ব্যবসায়ী হেলাল সিকদার সাবেক ছাত্রনেতা তৌফিকুর রহমান তালুকদার রাজিব বলেন, জামুর্কি ও পাকুল্যা এলাকা মুলত ব্যবসায়িক কেন্দ্র। এখানে একটি সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন ভূমি অফিস, একটি ডাকঘর, একাধিক ব্যাংক, একাধিক হাট-বাজার এবং ১০-২০ প্রাথমিক স্কুল ও মাদ্রাসাহ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই ভাঙ্গাচোরা ব্রিজের উপর দিয়ে শিক্ষার্থীসহ হাজার হাজার লোকজন জীবনের উপর ঝুঁকি নিয়ে যাতায়াত করে আসছে। জামুর্কি খালের উপর ব্রিজটি ভেঙ্গে ফেলে নতুন একটি পাকা ব্রিজ নির্মান অতি জরুরী হয়ে পরেছে।
দুই নম্বর জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিন এ বিষয়ে বলেন, জামুর্কি খালের উপর অথ্যান্ত ঝুঁকিপূর্ণ ভাঙ্গা ব্রিজটি ভেঙ্গে ফেলে নতুন ভাবে নির্মানের জন্য তিনি স্থানীয় এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউএনওসহ ডিসির কাছে আবদেন জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, জামুর্কি খালের উপর নির্মিত ব্রিজটি দীর্ঘ দিনের এবং বিভিন্ন অংশে ভেঙ্গে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পরেছে। স্থানীয় এমপি মহোদয়ের সঙ্গে পরামর্শ করে নতুন ভাবে একটি পাকা ব্রিজ নির্মানের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন এবং বরাদ্ধ পেলে দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ নির্মান করা হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post