মীর আনোয়ার হোসেন টুটুল
পৃথক স্থানে ট্রাক ও ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র এবং এক নারী নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানি এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক রোড ডোকলাহাটি ট্রেন লাইনের কাছে পৃথক দুর্ঘটনায় এ দুজন নিহত হয়।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ সুত্র জানায়, দুপুরে বাওয়ার কুমারজানি গ্রামে নানার বাড়ি থেকে মির্জাপুর বাজারে আসার পথে ট্রাক চাপায় লামিম (১২) ঘটনাস্থলেই মারা যায়। তার পিতার নাম আলী হোসেন। গ্রামের বাড়ি টাকিয়া কদমা গ্রামে। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক রোড ডোকলাহাটি নাম স্থানে ট্রেন লাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মেহেরভানু (৫৫) নামে এক নারী মারা গেছে। তার স্বামীর মো. আবু সাইদ মিয়া। গ্রামের বাড়ি কড়াইল গ্রামে। রেলওয়ে পুলিশ আইনী প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহত লােিমর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রেনের ধাক্কায় নিহত নারীর বিষয়ে ব্যবস্থা নিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

Discussion about this post