টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ উপপরিদর্শক (এসআই) ক্যাডেটদের বাধ্যতামুলক ২০ তম বিভাগীয় ব্যাচের ইন-সার্ভিস প্রশিক্ষণ (ডিসি কোর্স) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ অক্টোবর) সকালে উৎসব মুখর পরিবেশে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিভাদন এবং সালাম গ্রহন করেন মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কমান্ডার মো. নজরুল ইসলাম এনডিসি।
গত ১৪ এপ্রিল হতে ১৪ অক্টোবর পর্যন্ত ২০ তম ডিসি প্রশিক্ষণ ডিসি কোর্সে বিভিন্ন বিভাগের ৬২৩ জন ক্যাডেট উপপরিদর্শক (এসআই) বাধ্যতামুল মুলক ইন-সার্ভিস ৬ মাস ব্যাপি মৌলিক প্রশিক্ষণ কোর্স সফলতার সঙ্গে সমাপ্তি করেছেন বলে জানিয়েছেন পিটিসির পুলিশ সুপার ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী।
কুচকাওয়াজ, সালাম ও অভিভাদন গ্রহন শেষে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান অতিথি পিটিসির কামন্ডার মো. নজরুল ইসলাম এনডিসি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে পুলিশকে পেশাদারিত্বের সাথে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করতে হবে। তিনি বলেন, পুলিশ বাহিনীকে জনগনের সেবক হিসেবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা রোকসানা নুপুর, পিটিসির ডেপুটি কমান্ডার মোহাম্মদ আশফাকুল আলম, পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী এবং টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বিভিন্ন সামরিক, বেসামরিক কর্মকর্তা এবং পিটিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post