Print Date & Time : 24 August 2025 Sunday 9:13 pm

মির্জাপুরে দাখিলপরীক্ষা দেওয়া হলো না রায়হানের!

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
দাখিল পরীক্ষা দেওয়া হলো না হাফিজ রায়হান মিয়া (১৭)।

বাবার সঙ্গে পরীক্ষা দিতে এসে রাস্তা পার হওয়ার সময় বাবার মোটর সাইকেল থেকে সিটকে পরলে ঘাতক ট্রাক কেড়ে নিল রায়হানের প্রাণ।

এই ঘটনায় বাবার অবস্থাও সংকটাপন্ন। কুমুদিনী হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর খবর এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পরলে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি তার পরিবার ও গ্রামের বাড়িতেও শোকের মাতম বিরাজ করছে।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সারে ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পৌরসভার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, হাফিজ রায়হান মিয়া (১৭) ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী এবং আজ বৃহস্পতিবার মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য আসছিল। তার পিতা মো. হাবিবুর রহমান উপজেলার সিটমামুদপুর উচ্চ বিদ্যালযের বিএসসি সিনিয়র সহকারি শিক্ষক এবং গ্রামের বাড়ি ভাওড়া ইউনিয়নের ভাওড়া নয়াপাড়া গ্রামে।

আজ বৃহস্পতিবার ছিল ইংরেজী ২য় পত্র পরীক্ষা। রায়হান তার বাবার মোটর সাইকেলে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসছিল। মোটর সাইকেলটি মহাসড়কের পুষ্টকামুরি চরপাড়া মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোর সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেলসহ রায়হান ও তার বাবা রাস্তায় পরে যায়।
এসময় গরু বোঝাই একটি ট্রাক রায়ানের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই সে প্রাণ হারায়। তার বাবা হাবিবুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন।

সেখানে হাবিুর রহমানের অবস্থাও আশংকা জনক বলে চিকিৎসকগন জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. গিয়াস উদ্দিন এবং অঅিসার ইনচার্জ মো. রেজাউল করিম বলেন আইনী প্রক্রিয়া শেষে পরীক্ষার্থী রায়হানের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাক উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দাখিল পরীক্ষার্থী নিহতের ঘটনায় খান আহমেদ শুভ এমপি, পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম খান, মো. সুলতান উদ্দিন এবং দাখিল পরীক্ষা কেন্দ্রের সচিব নিহত রায়হানের পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//