মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনা নিয়ন্ত্রনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন গোড়াই হাইওয়ে থানা পুলিশ।
অভিযানের অংশ হিসেবে আজ সোমবার (১ জুলাই) দিন ব্যাপি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিভিন্ন পয়েন্টে স্প্রিট গান যন্ত্র বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করেন গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) মো. আনিসুর রহমান আনিছ।
অভিযানের সময় যে সব গাড়ির গতি ৮০ কিলোমিটার এর ওপরে সেই সব যানবাহনের চালকদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা। আর যে সব গাড়ির গতিসীমা নিয়মের বিতরে আছে এবং বৈধ কাগজপত্র আছে তাদেরকে দেওয়া হচ্ছে সঠিক ভাবে গাড়ি চালানোর পরামর্শ।
গোড়াই হাইওয় থানা পুলিশ এবং মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, ঢাকা-টাঙ্গাইর-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। ১৯৯৮ সালে সেতু খুলে দেওয়ার পর এ মহাসড়কের গুরু বেড়ে যায়। টাঙ্গাইল, জামালপুর ও শেরপুর জেলার যানবাহন ছাড়াও উত্তরাঞ্চলের ২২ টি জেলার ৯৮ রোডের হাজার হাজার যানবাহন এই রোড দিয়ে চলাচল করছে। দুর-পাল্লার যানবাহনের চালকের নিয়মের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে যানবাহন পরিচালনা করায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
ফলে প্রাণহানির ঘটনা ঘটছে। বেপরোয়া গতির যানবহন নিয়ন্ত্রনে হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে মহাসড়কের মির্জাপুর, দেওহাটা, গোড়াই, ক্যাডেট করেজ, কালিয়াকৈর, স্কয়ার, ইচাইল, কুরনি, কদিমধল্যা, পাকুল্যা, নাটিয়াপাড়াসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে স্প্রিট গান যন্ত্র বসিয়ে যানবাহন পরীক্ষা করছেন। অভিযানের সময় যে সব গাড়ির গতি ৮০ কিলোমিটার এর ওপরে সেই সব যানবাহনের চালকদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মামলা। আর যে সব গাড়ির গতিসীমা নিয়মের বিতরে আছে এবং বৈধ কাগজপত্র আছে তাদেরকে দেওয়া হচ্ছে সঠিক ভাবে গাড়ি চালানোর পরামর্শ। অভিযানের ফলে এই মহাসড়কে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে পুলিশ জানিয়েছেন।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ বলেন যাত্রীদের জান মালের নিরাপত্তায় জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post