টাঙ্গাইলের মির্জাপুরে র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ৫ অক্টোবর বিশ^ শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয়ের আশপাশের রাস্তা প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, সিনিয়র শিক্ষক আবু মোতালেব মিঞা, মাওলানা আব্দুল ওয়াহাব, বাবু সঞ্জয় কুমার সাহা ও বাবু সজল মন্ডল প্রমুখ। শিক্ষকগন বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করনসহ মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রীসহ সরকারের কাছে বিভিন্ন দাবী তুলে ধরেন।
অপর দিকে একই দাবীতে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ, রাজাবড়ি কলেজ, ভারতেশ্বরী হোমস, নতুন কহেলা কলেজ, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়, ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল এন্ড কলেজ, জামুর্কী নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়, রানাশাল উচ্চ বিদ্যালয়, ভাওড়া স্কুল এন্ড কলেজ, হাড়িয়া উচ্চ বিদ্যালয়, সিয়াম একাডেমি, ওয়ার্শি এম ইয়াসিন এন্ড ইউনুছ খান উচ্চ বিদ্যালয়, বংশাই স্কুল এন্ড কলেজ, গায়রা বেতিল উচ্চ বিদ্যালয়, দরানীপাড়া উচ্চ বিদ্যালয়, সিটমামুদপুর উচ্চ বিদ্যালয়, মির্জাপুর আফাজ উদ্দিন দাখিল মাদ্রাসা, বানিয়ারা বাবুল উলুম সিনিয়র দাখিল মাদ্রাসা, মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয়, হিলড়া আদাবাড়ি মোকছেদ আলী উচ্চ বিদ্যালয় ও হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৫,২০২৩//