নানা আয়োজনের মধ্য দিয়ে দিয়ে আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর মুল প্রতিপাদ্য ছিল মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে-জীবন সম্পদ রক্ষা করি। সকাল সারে দশটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন ধেরুয়া এলাকায় মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্যাডেট চত্তরে জাতীয় পতাকা ও বাহিনীর পতাকা উত্তোলন, গার্ড অব অনার, বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং মোহনা টেলিভিশনের সাংবাদিক মীর আনোয়ার হোসেন টুটুল, আইডিয়াল গ্রুপের এডমিন মো. আজাদ রহমান, ব্যবসায়ী ও সমাজ সেবক মো. শওকত হোসেন, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং অনষ্ঠানের সভাপতি মো. বেলায়েত হোসেন। উল্লেখ্য যে, (৪-৬ নভেম্বর) এই তিন দিন সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ উদযাপন হবে বলে স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানিয়েছেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post