Print Date & Time : 10 May 2025 Saturday 9:05 pm

মির্জাপুরে নীটিং ডিভিশন চ্যাম্পিয়ন

মীর আনোয়ার হোসেন টুটুল: টাঙ্গাইলের মির্জাপুরে কমফিট কম্পোজিট নীট লিমিটেড আয়োজিত বার্ষিক কমফিট আন্তঃফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় নিটিং ডিভিশন (৪-০) গোলে গার্মেন্টস ডিভিশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) উৎসব মুখর আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে এ ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিকেল তিনটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নীট লিমিটেড এর ফুটবল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।
খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, ইয়ুৎ গ্রুপের সিইও আরিফ আইনুল সুমন, কলকারখানা অধিদপ্তরের ডিআইজি মহর আলী মোল্লা, ইউনিট হেড লতিফা রহমান এবং কমফিট কম্পোজিট নীট লিমিটেড এর মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীগন। ম্যান অব দা ম্যাচ হয়ে পুরষ্কার লাভ করে জনি তপু।