Print Date & Time : 12 September 2025 Friday 9:40 pm

মির্জাপুরে নৌকার বিদ্রোহী আ.লীগের চার স্বতন্ত্র প্রার্থী

টাঙ্গাইলরে মির্জাপুরে নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী আওয়ামীলীগের চার স্বতন্ত্র প্রার্থী মনোয়নপত্র জমা দিয়ে ভোটের মাঠে নেমেছেন।

নৌকার প্রার্থীসহ বিদ্রোহী স্বতন্ত্র দুই জন প্রার্থী হ্যাভিওয়েট থাকায় ভোট নিয়ে চলছে ভোটারদের মধ্যে নানা হিসেব নিকেশ।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি ও প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উন্মুক্ত ও গ্রহণযোগ্য করার জন্য প্রার্থীদের নির্বাচনে অংশ গ্রহন করার জন্য দিক নির্দেশনা দেওয়ায় উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরাও পরেছেন বেকায়দায়।

আজ শুক্রবার (১ ডিসেম্বর) উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন, ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের দলীয় মনোয়ন চেয়েছিলেন ৯ জন প্রার্থী।

এদের মধ্যে বর্তমান সংসদ সদস্য খান আহমেদ শুভকে নৌকার মনোয়ন দেওয়া হয়েছে। খান আহমেদ শুভ টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত ও সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের পুত্র এবং জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
অপর দিকে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোয়নপত্র জমা দিয়েছেন প্রবীণ আওয়ামীলীগের নেতা ও মির্জাপুর উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান এবং ১০ নং গোড়াই ইউনয়ন পরিষদের পাঁচ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। মীর এনায়েত হোসেন মন্টু বলেন, আমি দলীয় ভাবে নৌকার মনোয়ন চাইনি। আমি মির্জাপুর উপজেলার আওয়ামীলীগসহ সাধারণ জনগনের গ্রহণ যোগ্য স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি পদে নির্বাচন করছি। অপর প্রার্থীরা হলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও মধুমতি ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর এবং ইবিএস গ্রুপের চেয়ারম্যান রাফিউর রহমান খান ইউসুফজাই সানি. মহেড়া পেপার মিলের ম্যানেজিং ডিরেক্টর ও ৮ নং ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মো. মোশারফ হোসেন এবং বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মাহবুবা শাহরীন। গতকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোয়নপত্র দাখিলের শেষ দিনে নৌকার প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামীলীগের চার প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের নিকট মনোয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে দলীয় মনোয়ন চেয়েছিলেন জেলা মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মা ফাতেমা স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক ভিপি মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রয়াত চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেনের পুত্র ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা আওায়ামীলীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি শিল্পপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ লিটন, বঙ্গবন্ধু সেনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মেজর (অব,) খন্দকার এ হাফিজ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ ওয়াহিদ ইকবাল এবং বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবকলীগের নেতা খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল।

দৈনিক দেশতথ্য//এইচ//