মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে পুকুর থেকে পরিত্যাক্ত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে এলাকায় আতংক ছড়িয়ে পরেছে। গতকাল সোমবার দিবাগত রাত দশটার দিকে মির্জাপুর পৌরসভার পাহাড়পুর গ্রামের মো. দেলোয়োর হোসেনের পুকুর থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।
আজ মঙ্গলবার (২৫ জুন) পুলিশ সুত্র জানায়, গতকাল সোমবার রাতে এলাকাবাসি পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির পুকুরে পরিত্যক্ত অবস্থায় কাল রংয়ের বড় আকারের একটি গ্রেনেড দেখতে পান। গ্রামের লোকজন গ্রেনেড দেখতে রাতেই পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দেয়। ফোন পেয়ে মির্জাপুর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করেছেন। পুলিশের ধারনা গ্রেনেডটি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী অথবা মুক্তিযোদ্ধাগন পুকুরে ফেলে যান। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে গ্রেনেডটি ধ্বংস করা হবে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউট অফিসার মো. সোহেল রানা বলেন, গতকাল সোমবার রাতে পাহাড়পুর গ্রামের পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা বোমা ডিসপজাল সেলে পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষার পর উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে গ্রেনেডটি পরবর্তীতে ধ্বংস করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন
Discussion about this post