মীর আনোয়ার হোসেন টুটুল: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ আধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগেস্র অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ আশেক মুহমুদ।
অনুষ্ঠানে সভাপপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসরাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খানম। অনুষ্ঠানে কৃষি বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগন।