মীর আনোয়ার হোসেন টুটুল: টাঙ্গাইলের মির্জাপুরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা ও মাধ্যমিক শিক্ষার মানউন্নয়নে প্রধান শিক্ষক এবং শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২৭ আগস্ট মির্জাপুর উপজেলা মাধ্যমিক সমিতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার ও একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী।
বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ তালুকদার, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন, মির্জাপুর এস কে পাইরট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু প্রফুল্ল কুমার সরকার, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, সিয়াম একাডেমির প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন, ওয়ার্শি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান ও গ্রামাটিয়া এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্র মোহন বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভায় প্রধান অতিথি এ বি এম আরিফুল ইসলাম মির্জাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষার মান্নউন্নয়নের জন্য গুরুত্বপুর্ন দিক নির্দেশনা এবং তা যথাযত বাস্তবায়নের জন্য প্রধান শিক্ষক ও শিক্ষক নেতাদের অনুরোধ করেন। পরে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে সম্মননা তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মীর আনোয়ার হোসনে টুটুল ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।

Discussion about this post