সভাপতি মঞ্জুর কাদের, সাধারন সম্পাদক মোতাহার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সাধারন সভা আজ বৃহস্পতিবার (২ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের কলেজ রোডে মির্জাপুর থানা সংলগ্ন সমিতির নিজস্ব ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারন সভায় সভাপতি মো. আব্দুল হামিদ মিয়ার সভাপতিত্বে বিগত বছরের প্রতিবেদন পেশ করেন সাধারন সম্পাদক দেওয়ান আজাদ রহমান। বার্ষিক সাধারন সভায় মির্জাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বুধিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর কাদেরকে সাধারন সম্পাদক এবং থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।
এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, আমাদের সকলের অভিভাবক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একুশে পদকপ্রাপ্ত টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ এবং জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, জাতীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসারসহ সকলের পরামর্শ ও সহযোগিতায় শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষক সমাজের উন্নয়ন কাজ করতে বদ্ধ পরিকর। এছাড়া মির্জাপুর উপজেলা শিক্ষক সমাজের কল্যাণে কাজ করাই আমাদরে মুল লক্ষ্য ও উদ্দেশ্য।
এদিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মির্জাপুর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারন সম্পাদকসহ সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজিৈনতক দলের নের্তৃবৃন্দ, বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, মির্জাপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ০২,২০২২//

Discussion about this post