টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেনী পর্যন্ত নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের নিয়ে এক দিনের ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিদ্যালয়ের বিজ্ঞান ভবনের শেখ রাসেল কম্পিউটার ল্যাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিতি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল। এক দিনের ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালায় বিদ্যালয়ের বিষয় ভিত্তিক সহকারী শিক্ষকগন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
এ সময় সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আবু ওয়াহাব, মো. আব্দুল কাদের মল্লিক, মো. আবু মোতালেব মিয়া, রীনা গোষ্মামী, মামীম আক্তার, জাকির হোসেন, লিপি সাহা, মো. আব্দুল ওহাব মিয়া, আব্দুল হালিম মিয়া, সজল মন্ডল, শাহরিয়ার শামীম, নীল কমল রাজবংশী ও মো. শরিফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১১,২০২৩//