Print Date & Time : 21 August 2025 Thursday 6:15 am

মির্জাপুরে বিআরডিবির নির্বাচনে মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবির) নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পরিচারক পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোবারক হোসেেনর নিকট প্রার্থীগন এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২১ ডিসেম্বের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
আজ বুধবার উপজেলা সমবায় অফিস সুত্র জানায়, দীর্ঘ দিন পর উৎসব মুখর পরিবেশে বিআরডিবির নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
একজন সভাপতি, একজন সহসভাপতি এবং ৬ জন পরিচালক পদের বিপরীতে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সভাপতি পদে মনোনয়পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা দেওয়ান শওকত আকবর, বিএনপি নেতা হাজী মো. সোহরাব হোসেন, সহসভাপতি পদে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসান সিদ্দিকী ও বিএনপি নেতা শরীফুল ইসলাম শামীম। এছাড়া ৬ টি পরিচালক পদের বিপরীতে মো. মাসুদ পারভেজসহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন।
এদিকে গতকাল বুধবার মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড আব্দুর রউফ মিয়া, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, সাধারন সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম ফরিদ, যুগ্ম সম্পাদক মো. আনোয়ার পারভেজ শাহআলম, তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা, বিএনপি নেতা মো. আজাহার মিয়া ও পৌর বিএনপির সাধারন সসম্পাদক এস এম মহসীন প্রমুখ।