Print Date & Time : 5 July 2025 Saturday 12:54 am

মির্জাপুরে বিদেশ ফেরত যুবক নিখোঁজ হওয়ার ৯ দিনেও সন্ধান মিলেনি


নিজস্ব প্রতিবেদক
বিদেশ ফেরত মতিয়ার রহমান (৩৪) নামে যুবক নিখোঁজ হওয়ার ৯ দিন পরও সন্ধান করতে পারেনি পুলিশ। মতিয়ারের কোন সন্ধান না পেয়ে পরিবারে চলছে উদ্ধেগ-উৎতন্ঠা। পরিবারের দাবী দুর্বৃত্তরা তাকে অপহরনের পর টাকা পয়সা নিয়ে গুম করে ফেলেছে। তাকে দ্রুত উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি জোর দাবী জানিয়েছেন।টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের মারিশনপাড়া গ্রামে মতিয়ার রহমানের বাড়ি। তার পিতার নাম মো. ছলিম বেপারি এবং মাতার নাম অজুফা বেগম।
আজ বুধবার মির্জাপুর থানায় লিখিত অভিযোগে জানা গেছে, গত ৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে মতিয়ার ২০ হাজার টাকা ও একটি মোটর সাইকেল নিয়ে মির্জাপুর বাজারে আসে। মির্জাপুর বাজারে এসে সহিদের বাংলাদেশ জুয়েলার্স থেকে আরও ৫০ হাজার টাকা নিয়ে থানা মোডে সজিবের দোকানে আসে। দোকানের সামনে মোটর সাইকেল রেখে। দোকানের সামনে মোটর সাইকেল থাকলেও মতিয়ারকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। তার সঙ্গে দুটি মোবাইল ০১৭৩৮-০৩৮৭৩২, ০১৩০০-২৭৭৬৪৪ ছিল। ঘটনার পর থেকে মোবাইল দুটিও বন্ধ। স্থানীয় লোকজন ও তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেলেও মোটর সাইকেল উদ্ধার করেছে।
এ ব্যাপারে ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ও নিখোঁজ মতিয়ারের মা অজুফা বেগম এবং বাবা ছলিম বেপারি জানান, গত ৯ দিন ধরে মতিয়ারের কোন সন্ধান না পেয়ে তারা উদ্ধেগ-উৎকন্ঠার মধ্যে রয়েছেন। পরিবারের চলছে শোকের মাতম। তাদের ধারনা দুর্বৃত্তরা মতিয়ারকে অপহরন করে টাকা পয়সা নিয়ে তাকে গুম করে রেখেছে। ছেলেকে উদ্ধারের জন্য তার মা অজুফা বেগম গত ৮ ডিসেম্বর মির্জাপুর থানায় একটি সাধারন ডায়রী করেছেন। ডায়রী নং-৩৬২।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, মতিয়ার রহমান নামে এক যুবক নিখোঁজের একটি সাধারন ডায়রী হয়েছে। ডায়রী হওয়ার পর থেকেই পুলিশ তধ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যকে তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন।