Print Date & Time : 14 September 2025 Sunday 11:07 am

মির্জাপুরে বিনামূল্যে শতাধিক ল্যাপটপ বিতরণ

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামুল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) প্রধান অতিথি হিসেবে ল্যাপটপ তুলে দেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
এ উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও মো. আজাহারুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ। পরে অতিথিবৃন্দ মির্জাপুর উপজেলার ১০৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বিনামুল্যে ল্যাবটপ তুলে দেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//।