মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হারাধন রাজবংশী (৬২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা গ্রামে এ ঘটনা ঘটেছে। হারাধন রাজবংশীর পিতার নাম সম্ভু রাজবংশী।
টাকিয়া কদমা গ্রামের সুমন মিয়া জানান, হারাধন রাজবংশী খুবই দরিদ্র। বিভিন্ন এলাকায় জাল দিয়ে মাছ ধরে ও মাছ বিক্রি করে তার সংসার চলতো।
আজ বুধবার দুপুরে হারধান রাজবাংশী টাকিয়া কদমা গ্রামের পাশে কোনাই বিলে নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরতে যায়। দুপুর আড়াইটার দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে হলে অগ্নিদগ্ধ হয়ে হারাধান রাজবংশী ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় লোকজন খবর পেয়ে পরে নৌকা থেকে লাশ উদ্ধার করেছে। বজ্রপাতে হারাধন মারা যাওয়া পুরো পরিবার ভেঙ্গে পরেছে। প্রশাসনের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার বলেন, বজ্রপাতে লোক মারা গেছে এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post