Print Date & Time : 25 August 2025 Monday 10:26 am

মির্জাপুরে ব্যবসায়ী নেতা রেফাজ উদ্দিনের মৃত্যু

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে ব্যবসায়ী নেতা ও সমাজ সেবক দেওয়ান রেফাজ উদ্দিন (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।

গতকাল সোমবার (৮ জুলাই) দিবাগত রাতে নিজ বাসায় অসুস্থ্য হয়ে তিনি মৃত্যু বরণ করেন। তার পিতার নাম মৃত মো. গফুর দেওয়ান। গ্রামের বাড়ি ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে মির্জাপুর পৌরসভার এক নং ওয়ার্ডের বাওয়ার কুমারজানি ইউনিয়নপাড়ায় বসবাস করতেন।

জানা গেছে, দেওয়ান রেফাজ উদ্দিন টাঙ্গাইল জেলা বিসিআইসি সার ডিলার মালিক সমিতির সহসভাপতি এবং মির্জাপুর উপজেলা বিসিআইসি সার ডিলার মালিক সমিতির সভাপতি ছিলেন। তিনি এলাকার শিক্ষা ও সমাজ কল্যাণ মুলক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, তিন ভাই ও দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বেলা এগারটায় মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নামাজে জানাজা শেষে মির্জাপুর উপজেলা সদরের পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
এদিকে ব্যবসায়ী ও শিক্ষানুরাগী দেওয়ান রেফাজ উদ্দিনের মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ এবং জাতীয় পার্টির সভাপতি সাবেক ভিপি আবু আহমেদ তার বিদেহী আত্তার মাগফিরাত কামনা ও পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।