মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে তিন ব্যবসায়ীর দোকানপাট। গতকাল রবিবার রাতে মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের মল্লিক মার্কেটে বৈদ্যুতিক সটশার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয় ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীরা জানিয়েছেন।
আজ সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন জানান, গতকাল রবিবার রাত দশটার দিকে মল্লিক মার্কেটে বৈদ্যুতিক সটশার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। খবর ফেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনেন। তারা ঘটনাস্থলে যাওয়ার পুর্বেই ব্যবসায়ী আক্রাম হোসেন খান, লোকমান মিয়া এবং মাহফুজ মিয়ার দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ্রপায় ১০ লাখ টাকা।
এদিকে খবর পেয়ে রাতে ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্থ্য ব্যবসাযীদের তাৎক্ষনিক ভাবে বিশ হাজার টাকা করে অনুদান ঘোষনা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানিয়েছেন, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের তালিকা সংগ্রহ করে তাদের সহায়তা করা হবে।
Discussion about this post