মীর আনোয়ার হোসেন টুটুল ॥
টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে আজ মনোয়নপত্র জমা দিয়েছেন প্রবীন আওয়ামীলীগ নেতা ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সাবেক তিন বারের জনপ্রিয় চেয়ারম্যান মো. মোবারক হোসেন সিদ্দিকী। আজ বুধবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ইং ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের নিকট ভাতগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগ থেকে নৌকা প্রতিকের একমাত্র প্রার্থী মো. মোবারক হোসেন সিদ্দিকী নির্বাচনী আইন (আচরন বিধি মেনে) সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে মনোয়নপত্র জমা দিয়েছেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান সিদ্দিকী ও শহীদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের দলীয় সুত্র জানায় জানায়, মো. মোবারক হোসেন সিদ্দিকীর গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। ছাত্র জীবন থেকেই তিনি ও তার পরিবার আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে আসছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ আওয়ামীলীগের দুঃসময়ে তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। ১৯৯২, ১৯৯৬ এবং ২০১২ সালে পর পর তিন বার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চলতি বছর ৫ম ধাপের ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের মনোয়ন বোর্ড তাকে নৌকা প্রতিক দিয়ে মির্জাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দিয়েছেন। তিনি ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের একমাত্র দলীয় চেয়ারম্যান প্রার্থী।
এ ব্যাপারে মোবারক হোসেন সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধীন মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সম্মান দেখিয়ে নৌকার মনোয়ন দিয়েছেন। মির্জাপুর উপজেলা এবং ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের সকল নেতাকর্মী এবং সাধারন ভোটারগন আমাকে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে আমার বিশ^াস। আশা করছি বিপুল ভোটে নির্বাচিত হয়ে সকলের সহযোগিতায় ভাতগ্রাম ইউনিয়নকে মডেল হিসেবে উপহার হিতে পারবো।

Discussion about this post