Print Date & Time : 16 July 2025 Wednesday 10:39 pm

মির্জাপুরে এমপির রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল



সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টানা চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেনের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মীর্জা জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসভার সাবকে মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াসসহ পৌরসভা ও ১৪ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে এমপির রোগ মুক্তি চেয়ে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য যে, গত ১৮ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি অসুস্থ্য হয়ে রাজধানী ঢাকায় সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।