মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের মির্জাপুরে আজ রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এদিন ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্তরে বীর শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ অর্জনে-এ পুষ্প স্তবক অর্পন, এক মিনিট নিরবতা পালন, শহীদদের আত্বার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ অর্জনে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযাদ্ধা এবং সাংবাদিকগন পুষ্প স্তবক অর্পন করেন।
এ সময় এক মিনিট নিরবতা এবং বিশেষ মোনাজাত করা হয়।
সকাল আটটায় মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে পুলিশ বাহিনী, আনসার ও ভিডিপি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীল সদস্যগন অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ ও সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত উপস্থিত ছিলেন।
এদিকে বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, ভারতেশ্বরী হোমস, মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, ভারতেশ্বরী হোমস, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় ও শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেস যথাযোগ্য মর্যাদা এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post