মীর আনোয়ার হোসেন টুটুল , মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে নুরুল ইসলাম (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নুরুল ইসলাম ঐ গ্রামের রবি মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি মেম্বার মো. আরিফ হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার (৩ মে) তার পরিবার জানায়, নুরুল ইসলাম পার্শ্ববর্তী উফুল্কী গ্রামরে গদু মিয়ার কন্যাকে বিয়ে করেন। নুরুল ইসলামের পারিবারিক অবস্থা ভাল না হওয়ায় দিন মজুরীর পাশাপাশি বাড়তি আয়ের জন্য তার স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের সেচ পাম্পের প্রজেক্ট দেখাশোনা করে সংসার চালাতেন। গতকাল বৃহস্পতিবার রাতে সেচ পাম্পের প্রজেক্ট পাহারা দিতে যায়। রাতের কোন এক সময় দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ক্ষেতের পাশে ফেলে যায়। ভোর রাতে এলাকার লোকজন লাশ দেখে তার পরিবারকে খবর দেয়।
মির্জাপুর থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে ডিউটি অফিসার মো. এমরান উদ্দিন জানিয়েছেন। এ ব্যাপারে মামলা হয়েছে। হত্যার কারন এখন পর্যন্ত জানা যায়নি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post